সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০১৭
মৎস্য অবতরন এবং পাইকারী মৎস্য বিক্রয় কেন্দ্র, পাথরঘাটা, বরগুনা
১৯৮১-৮৩ মেয়াদে ২.০২ কোটি টাকা ব্যয়ে ৫.৪০ একর জমিতে বিশখালী নদীর পশ্চিম পার্শ্বে এ ইউনিটটি স্থাপন করা হয়। ১৯৯৭-২০০০ সময়ে ২.৬৪ কোটি টাকায় BMRE করা হয়। বর্তমানে নিম্নোক্ত সুবিধাদি বিদ্যমান আছে।
- বরফকল (৩০ টন ক্ষমতা) - ১টি
- দ্বিতল নিলাম শেড (HACCP মানের) - ১টি
- আড়ৎঘর (মৎস্য বিপণনের জন্য) - ২৭ টি
- মিনি ডকইয়ার্ড (২টি স্লিপওয়ে) - ১টি
- পানি বিশুদ্ধ করণ ফিল্টার (৫০০০ লিটার ক্ষমতা) - ১টি
- বিশুদ্ধ পানি সরবরাহ ট্যাংক (১০,০০০ লিটার) - ১টি
- পন্টুন (মৎস্য অবতরণের সুবিধার্থে) - ৫টি
বর্তমানে ইউনিটটি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে।

docx